বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

জনদুর্ভোগ চরমে ও অভাব-অনটনে এলাকাবাসি

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে কাবিটার (বিশেষ) সাড়ে তিন লাখ টাকা ব্যয়ের নামমাত্র রাস্তা মেরামত কাজের মাটির জন্য ব্রীজ ও রাস্তার ব্যাপক ক্ষতি করে ব্যক্তি মালিকানা জায়গায় পুকুর খনন করা হচ্ছে। সম্প্রতি ন্যাক্কার জনক এ ঘটনা ঘটছে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী-বিরল এলাকার রাস্তায়। চলতি অর্থ বছরে নওগঁ বাজার হতে হামকুড়িয়া রাস্তার পংরৌহালী পাকার মাথা হতে বিরল আফাজ ফকিরের বাড়ির সামনের ব্রীজ পর্যন্ত মেরামতের জন্য কাবিটার সাড়ে তির লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অসময়ে প্রচলিত আইন অমান্য করে অপরিকল্পিত ভাবে নওগাঁ-হামকুড়িয়া রাস্তার পংরৌহালী পাকার মাথা হতে থেকে বিরল আফাজ ফকিরের বাড়ির সামনের ব্রীজ পর্যন্ত সরকারি ঐ সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে রাস্তা মেরামত কাজের মাটির জন্য ঐ রাস্তারই পাশে বিরল এলাকায় একটি ব্রীজ নষ্ট করে তিন ফসলী জমিতে পুকুর খনন করা হচ্ছে। এতে ঐ রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছে। আব্দুর রহিম নামক যে ব্যক্তি ঐ পুকুর খনন করছেন সেই আবার ঐ রাস্তার মেরামত কাজেরও দায়িত্বে আছেন। তিনি খনন করা তাঁর ঐ পুকুরের কাঁদা মাটি দিয়েই রাস্তাটির নামমাত্র মেরামত কাজ করছেন যেনো তেনো ভাবে অতিধীর গতিতে। এ দিকে ঐ রাস্তায় যেনো তেনো ভাবে কাঁদা মাটি ফেলানোর কারণে রাস্তাটি দিয়ে যান-বাহন চলাচল প্রায় বন্ধ হয়ে আছে এক মাস ধরে। এ কারণে এই করোনা কালে মুজিব নগর হিসেবে খ্যাত ঐ এলাকাবাসির আর্থিক অভাব-অনটন ও জনদুর্ভো আরো ব্যাপক ভাবে বেড়ে গেছে। ঐ এলাকার প্রায় ৮০ ভাগ মানুষ নৌকা মার্কায় ভোট দেয়। এ কারণে ঐ এলাকাকে অনেকেই মুজিব নগর বলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অথচ মুজিব নগর হিসেবে খ্যাত এলাকার মানুষ ভালো ভাবে চলাচল ও কোন কিছুই ঐ রাস্তা দিয়ে ভালো ভাবে পরিবহন করতে পারছেন না। এ নিয়ে এলাকায় চলছে নানা প্রকার আলোচনা-সমালোচনা। রাস্তা খারাপের কারণে ঐ এলাকার মানুষের চলাচল ও পরিবহন খরচ বেড়ে গেছে কয়েক গুণ বেশি। ঐ রাস্তা খারাপ হওয়ার কারণে বন্ধ হওয়ার পথে বিরল সরকারি প্রাথমিক বিদ্যায় ও জলিল নগর হাই স্কুলের ভবন নির্মাণ কাজ এবং ঐ এলাকার অসংখ্য নানা প্রকার হ্যাচারী ও খামার। আটকে আছে অনেক বউ-ঝি ও অনুষ্ঠান। এমনকি অসংখ্য কৃষকসহ হ্যাচারী ও খামার মালিকগণও পড়ে গেছে মহাবিপাকে। তাঁরা পাচ্ছেন না পণ্যের ন্যায্য মূল্য। এ ছাড়াও ঐ রাস্তায় প্রায়ই ঘটছে ব্যাপক আকারে অঘটন। অপরদিকে গত অর্থ বছরেও ঐ রাস্তার বিরল থেকে হামকুড়িয়া পর্যন্ত রাস্তা মেরামতের নামেও প্রচলিত আইন অমান্য করে সরকারি লাখ লাখ টাকা ও রাস্তার শতাধিক গাছ হরিলুট করা হয়েছে। কিন্তু ঐ রাস্তার তেমন কোন উন্নয়নই হয়নি। এমনকি অপরিকল্পিত ভাবে অসময়ে রাস্তা মেরামত কাজ করার কারণে রাস্তার কোন কোন জায়গায় আরোও বেশি ক্ষতি হয়েছে। এ সকল ঘটনা গুলোর সাথে জড়িত আছেন প্রভাবশালী প্রতারক চক্র। এ সকল কারণে জীবন যাত্রার মান ও আর্থি উন্নয়ন বাড়ছে না মুজিব নগর হিসেবে খ্যাত ঐ এলাকার মানুষের। যা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে অনেক দিন ধরে। তদন্ত করলে এ সকল ঘটনার সত্যতা মিলবে। কিন্তু এ গুলো দেখার কেউ নেই। এলাকাবাসির দাবী নওগঁ বাজার টু হামকুড়িয়া রাস্তা সঠিক ভাবে মেরামত ও পাকার কাজ করা। নানা শ্রেণীর মানুষের সাথে কথা বলে ও বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর