পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের 1নং ওয়ার্ড চরপাড়া পশ্চিম পাড়া বায়তূন নুর জামে মসজিদে নিজস্ব অর্থায়নে ধুলাউড়ি ইউনিয়নের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জরিফ আহমেদ (মাস্টার ) আজ সকাল ১০ টার দিকে ১৬০০০ হাজার টাকার অনুদান দান করেন।চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন যে এই অনুদান আমার এক মাসের বেতন সমস্ত বেতন দেয়া হয়েছে। তিনি আরো বলেন যে আমার ইউনিয়নের সমস্ত মসজিদ গুলোর উননতি কামনা করছি এবং আমি এই মসজিদ গুলোর প্রতি সুনজর রাখবো ইনশাআল্লাহ।সরকারের কাছ থেকে কোনো অনুদান আসলে তা দেয়া হবে বলে তিনি জানান।