আজ সকালে ভরাট প্রকল্প কাবিটা উদ্যোগে রাস্তায় মাটি ফেলে কাজের উদ্বোধন করেন। গরীব দুখী মেহনতী মানুষের একমাত্র কান্ডারী, ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জরিফ আহমেদ (মাস্টার )এবং বাংলাদেশ আওয়ামীলিগ ধুলাউড়ি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো:আনিসুর রহমান ।
এ সময় ইউপি সদস্য মো জাহিদ হাসান ,ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্গ দিনের দাবী অনুযায়ী সরকারী ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা কালীন সময়ে চরাঞ্চলের ১/3টি গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হবেনা বলে জানিয়েছে স্থানীয়রা।
#CBALO/আপন ইসলাম