জাতীয় ফল কাঁঠাল অর্থকরী ফসলের মধ্যে একটি অন্যতম ফল। তাড়াশে বিভিন্ন এলাকায় এই অর্থকরী ফলের প্রচুর পরিমানে গাছে গাছে মুচি দেখা জাচ্ছে বলে তাড়াশ সিরাজগঞ্জেরর ফলচাষী মোঃ তোফাইল ইসলাম জানান। তিনি আরও বলেন যে মাঘ ফাল্গুন থেকে গাছে গাছে কাঁঠালের মুচি আসা শুরু করে এই মুচি গুলোকে রক্ষা করার জন্য গাছে গাছে কীটনাশক ব্যবহার করতে হয় তাহলে গাছের মুচি গুলো বিভিন্ন পোকা মাকর ও কিট পতঙ্গের হাত থেকে রক্ষা পায়। তাড়াশ উপজেলা নওগাঁ ইউনিয়নে নওগাঁ, মহেশরৌহালী,পংরৌহালী,বিরৌহালী,
এই চলন বিলের কাঁঠাল গুলো সুষ্ট ভাবে বড় হলে এবং পাকলে বিভিন্ন বাজারে প্রতি পিচ ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রয় করা যায় এবং ট্যাক ভর্তি করে বিভিন্ন এলাকায় পাইকারী দরে চলে যায় এবং ঢাকাতে এই ফল প্রচুর পরিমান ট্যাকে করে টলিতে করে নিয়ে যাওয়া হয়। এ বিষয় তাড়াশ সিরাজগঞ্জের কৃষিবিদ উপমহা পরিচালক মোঃ আবু হানিফ বলেন এই জাতীয় ফলকে আরও উন্নত করার জন্য আমাদের উন্নত ব্যবস্থা নেওয়া দরকার।
#CBALO/আপন ইসলাম