রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

আগামীকাল শুভ সাংস্কৃতিক নিকেতন’র চড়ুইভাতি-২১

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৬ অপরাহ্ণ

চড়ুই ভাতি২১’র কার্যক্রমে সাহিত্য জলসা চলবে সারাদিন। সাহিত্য আড্ডা’র ব্যনারে বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন, ডাক্তার সাদিয়া জাহান (এম বি বি এস)(বিসিএস-স্বাস্থ্য) মেডিকেল অফিসার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যশোর। কবি শেখ আলী আকবার সম্রাট’র পরিচালনায় ও সাংবাদিক কে এম আলী এবং সাংবাদিক কামাল’র সার্বিক সহোযোগিতায় চড়ুইভাতি ২১’র কার্যক্রম শুরু করা হবে। কার্যক্রমে বিশিষ্ট সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মল্লিক (ভারপ্রাপ্ত সভাপতি নওয়াপাড়া প্রেসক্লাব) ও বিশিষ্ট আলোচক, সাংবাদিক সূনীল দাস'(শিক্ষকঃ নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল) চরণ কবি মোঃ বাবুল আহমেদ তরফদার (সভাপতিঃ সাহিত্য আড্ডা) ডা.কবি শিবপদ শুভ (নাট্য শিল্পী খুলনা বেতার কেন্দ্র) এমটিপিইএস মোছাঃ লাভলী আক্তার (পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমটিপিইএস) ডা. তারক কুমার পার্থ (শিল্পী শুভ সাংস্কৃতিক নিকেতন) সহ একঝাঁক কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য আড্ডা’র সাহিত্য জলসা অনুষ্ঠিত হবে। উক্ত চড়ুইভাতি অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। চড়ুইভাতি-২১ অনুষ্ঠানটি ডাঃ মোঃ নজরুল ইসলাম’র সহোযোগিতায় SNTV71’র ইউটিউব ও ফেসবুক পেইজে সম্প্রচারিত করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর