কামরুজ্জামান কানু,জামালপুর:
জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২, বসত ঘরে অগ্নিসংযোগ। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়ের ঢালীভিটা গ্রামে। জানাযায়, দির্ঘ ৩০ বৎসরের ক্রায়কৃত ৫২ শতাংশ জমি কাজীম উদ্দিনের ছেলে নূরল ইসলাম এর নিকট থেকে ৫২ শতাংশ জমি সাব কওলা মূলে ক্রয় করেন মুরাদ্দুজ্জামান খোকার ছেলে মনিরুজ্জামান শাহীন। পুর্ব শত্রুতার জেরে গত কাল শুক্র বার ২০-নভেম্বর শহীদ মাষ্টার একদল ভারাকরা লোকজন ও শহীদ মাষ্টার নিজে ও তার ছেলে বাবু , আবুল হোসেনে ছেলে আ: রাজ্জাক, ঠান্ডুর ছেলে রফিকুল,
আজিম উদ্দিনের ছেলে তারা মিয়া, তারা মিয়ার ছেলে লিটন ও কমল, শহীদ মাষ্টারে ভাই জাকির হোসেন মিলন, আজিম উদ্দিনের ছেলে ঠান্ডু সহ ৩০/৩৫ জন লাঠি,ফালা, লোহার রড সহ দেশীয় অস্ত্র দ্বারা মুরাদ্দুজ্জামান খোকার ছেলে মহিউজ্জামান পলাশ( ৩৫) ও মনিরুজ্জামান বাবু (৪০) কে পিটিয়ে মাটিতে ফেলে তাদের বসৎ ঘড়ে আগুন ধরিয়ে দিলে এলাকার লোকজন ছুটে এসে অবস্হা বেগতিক দেখে আগুন নিভাতে না পেরে মেলান্দহ ফায়ারসার্ভিস ও মেলান্দহ থানায় মুঠোফেনে খবর দিলে থানা পুলিশ সহ ফায়ারসার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয়। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানায় আমরা অভিযোগ পেলেই মামলার আসামি গ্রোফতার করবো বলে আশারাখি।
CBALO/আপন ইসলাম