মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কৃতি সন্তান,ইউনিয়ন যুবলীগের আহবায়ক,সমাজসেবক,ফারুক বিল্লাহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন। একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি, এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।এলাকার জনগন বলেন, ব্যাপক উন্নয়নের স্বার্থে তার মত মানুষেরই প্রয়োজন। তারা ফারুক বিল্লাহকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন। ফারুক বিল্লাহ জানান, আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে চলেছি।
তিনি আরো বলেন, জনগন আমাকে ভালবাসে, তারা সর্বদা আমার পাশে আছে,আমি নিজ উদ্যোগে নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া হতে শ্যামকুড় পর্যন্ত তিন ধাপে সাড়ে ৫কি:মিঃ কাচা রাস্তা পিচকরন,বাকেশপুতা হতে মাইলবাড়িয়া অভিমুখে সাড়ে সাতশ মিটার রাস্তা পিচকরন,মাইলবাড়িয়া ক্লাব মোড় হতে মাঠপাড়া অভিমুখে নয়শ ফুট কাঁচা রাস্তা এইচ বি বি করন,মাইলবাড়িয়া কুদলা বিরিজ হতে গ্রাম অভিমুখে ১লক্ষ টাকা ব্যায়ে কাচা রাস্তা এইচ বি বি করন,বাউলী মুক্তিযোদ্ধা মাহাবুবের বাড়ির সামনে হতে ১লক্ষ টাকা ব্যায়ে কাচা রাস্তা সলিংকরনসহ।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানান স্থানে ব্যাপক উন্নয়ন করেছি। জনগন আগামী ইউপি নির্বাচনে নেপা ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাকে দেখতে চাই তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাই, আমি যদি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই তবে ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
CBALO/আপন ইসলাম