মো: আনোয়ার হোসেন:
সভাপতি সঞ্জয়, সম্পাদক জহির ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আজ শনিবার ১৪/১১/২০ দুপুরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি সঞ্জয় সাহা (আমাদের সময়) ও জহিরুল ইসলাম (দৈনিক একাত্তর জার্নাল), সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম( ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক খাইরুল এনাম(আজকের প্রভাত), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন(খবরপত্র), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়্যিদ আহম্মেদ রাফি( বিশ্ব মানচিত্র), অর্থ ও দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম(ডেসটিনি), আপ্যা: ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন(আলোর জগত),তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, (বাংলাদেশ মিডিয়া)কার্যকরী সদস্য রেজাউল করীম বাবুল, সাহেদ আহম্মেদ সৌরভ(একুশের বাণী)। সাধারণ সদস্য টিটন পাল(আজকালের খবর), খান জাহান চৌধুরী (বাংলাদেশের খবর), হেবজুল বাহার(মাতৃজগত), কাউছার আলম ভুইয়া অপু(দিন প্রতিদিন)।
CBALO/আপন ইসলাম