জাকির আকন,বিশেষ প্রতিনিধি:
তাড়াশ উপজেলার তাড়াশ – ভোগলমান আঞ্চলিক সড়কে অটোরিকসার মুখোমুখি দুঘর্টনায় নারায়ন কর্মকার (৫৪) নামে অটোচালক নিহত হয়েছে। নিহত নায়ারন তাড়াশ সদরের মৃত ফনি কামারের ঘর জামাই । নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার রাত্রে উপজেলার তাড়াশ ভোগলমান আঞ্চলিক সড়কে ব্যাপারী চালিত অটোগাড়ী চালক নারায়ন কর্মকার তাড়াশে ফিরে আসার সময় কাস্তা বাজারে সন্নিকটে বিপরীত থেকে আসার আরেক অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে হয় । এতে চালক নারায়ন গুরুতর আহত হয় । আহত নারায়নকে প্রথমে তাড়াশ উপজেলা হাসপাতালে পরে রাতেই বগুড়া জিয়াইর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় । আজ শনিবার সকাল ৭টার দিকে সে মারা যায় । স্থানীয়রা জানান ২টি অটোগাড়ীতে লাইট না থাকায় মুখোমুখি সংঘর্ষ হয় । তাকে আজ শনিবার দুপুরে পরে তাড়াশ মহাশ্বশানে সৎকারের জন্য মাংকিং করা হচ্ছে ।
CBALO/আপন ইসলাম