স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষকে সচেতন ও সহযোগীতার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের র্নিদেশে, রাজশাহী মহিতার থানা দক্ষিনের ছাত্রদল নেতা ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম কনকের উদ্দ্যোগে গত ২১মে বৃহস্পতিবার, নগরীর মতিহার অঞ্চলে গরীব,দুস্থ ও অসহায় দিনমজুর মানুয়ের মাঝে ইফতার বিতারন করা হয়।
উপস্থিত ছিলেন, মহনগর ছাত্রদলের সভাপতি আশাদুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মূর্ত্তজা ফামিন, সিনিয়র যুগ্ন সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহি, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক ও রুয়েট ছাত্রদল সাবেক আহ্বায়ক আহমেদ হোসেন, মতিহার থানা যুবদল যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, আল মামুন বাবু, শুকুর মোল্লা তন্ময়, সারওয়ার জাহান শিবলী, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদল যুগ্ন আহবায়ক মাহমুদ তন্ময়, পূর্ব যুগ্ম আহবায়ক লুকেন মাহমুদ, ৩৩নং ওয়ার্ড যুবদল সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী,
মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাকিব শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রাসেল, নাদিম আলি, সহ-সম্পাদক সজিব আলি, সদস্য পাখি, সোহান, বোয়ালিয়া থানা ছাত্রদল সাবেক সভাপতি সজিব, মতিহার থানা (দক্ষিণ) ছাত্রনেতা কাফি, রিস্তা, কনক আলী, অন্তর, বাবু, রনি, শাওন, মতিতিহার থানা (উত্তর) ছাত্রনেতা সোহেল রানা, শরিফুল ন, মাসুদ রানা মিঠুন প্রমুখ। এ সময় ছাত্র নেতারা বলেন, করোনা (কোভিড-১৯) আক্রান্ত মানুষ ও সাবেক প্রধানমন্ত্রীসহ সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।