রিয়াজুল ইসলামবাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নুতন অফিস উদ্বোধন ও চা চক্র করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় শহরের সদর চৌমাথা (ষ্টশন রোডস্থ) নুতন কার্যালয়ে সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে চা চক্রে মিলিত হয়ে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নুতন কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আসিফ মানিক। ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ ফুলের তোড়া দিয়ে সভাপতি ও সাধারন সম্পাদককে বরণ করে নেন।
আনন্দঘন মুহুর্তে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও সংগঠনের আইন উপদেস্টা এ্যাড. মোঃ ফয়সাল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক কল্যাণ সম্পাদক কলামিস্ট লেখক এ কে এম মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক রিয়াজ খান অশ্রু, প্রচার সম্পাদক আসগর আলী মল্লিক, যুগ্ম সম্পাদক মিজানুররহমান( শিক্ষক) ও মোঃ তামিম, সদস্য মিলন সরদার, সাইয়েদুল ইসলাম বাবু, সিহাব উদ্দিন মু রিয়াজ, খোকন সমদ্দার,মোস্তফা কামাল বাবুল,আল আমিন, অতিথি- সদস্য মাইসা ইসলাম হাসি,অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ খান মোঃ আলমগীর ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিএমএসএফ ঝালকাঠি জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাচ্চু।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি আসিফ মানিক আশা ব্যক্ত করেন আজকের মত প্রতিদিন সকল সদস্যদের প্রচারণা উপস্থিতির মত প্রতিদিন সাংবাদিকদের পেশাগত কাজের মিলন মেলা হবে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কার্য্যালয়।
CBALO/আপন ইসলাম