কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুর সদরে বজ্রপাতে এক রাজমিস্ত্রির মৃত হয়েছে।জানাযায় ১ অক্টোবর বিকেল ৩.৩০মিনিটে নাওভাংগা চর নামক এলাকায় জামালপুর সদরের ফজল হকের ছেলে গোলাম রাব্বী( ২১)রাজমিস্ত্রির কাজ করত। মোবাইল ফোনের ইয়ার ফোন কানে দিয়ে তার নিজ ঘড়ে শুয়ে গানশুনছিল এমত অবস্তায় বজ্র পাত শুরু হয়।বজ্রপাতের সময় গোলাম রাব্বীর মৃত হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
#CBALO/আপন ইসলাম