কামরুজ্জামান কানু জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলা ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি চর মাহমুদপুর গ্রামের সুরুজ মন্ডলের ছেলে মন্জুরুল ইসলাম (২৮)গত ১৩ মে রাত অনুমান সাড়ে ১০ টার সময় মাহমুদপুর বাজার থেকে মোটরবাইক যোগে বাড়ি যাওয়ার পথে চর মাহমুদপুর গ্রামে বাশের সাকোর পাশে মোটর বাইকের গতিরোধ করে একই গ্রামের মৃত তারু মন্ডলের ছেলে রেনু (৪৫) সংগীয় দেশীয় অস্র রাম দা, চাপাতী ও চাইনিজ কুড়াল সজ্জিত বাহীনি নিয়ে অতর্কিত ভাবে মন্জুরুল ইসলাম এর উপর হামলা করে পাশ্বের ধান খেতেফেলে এলোপাথারী ভাবে কোপাইতে থাকে।
তার ডাক চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে তারা দৌড়িয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ও তার স্বজনরা গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ও পরে তার শারীরিক অবস্হা অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে গুরুত্বর আহত মন্জুরুল ইসলাম সু-চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্হান করছেন।
এ বিষয়ে মন্জুরুল ইসলামের বাবা সুরুজ মন্ডল বাদী হয়ে মেলান্দহ মাহমুদপুর তদন্ত কেন্দ্রে ২৫ জন কে আসামী করছেই একটি মামলা দায়ের করেছেন। অপর দিকে রবিউল ও খায়রুল ইসলাম বকুলকে আটক করে জামালপুর জেলা আদালতে প্রেরন করেন মাহমুদপুর তদন্ত কেন্দ্র পুলিশ। কামরুজ্জামান কানুূ জামালপুর,, ০১৭১২-৭১২২৩৬