ইসলাম নয় তো কোনো হাতের তৈরি কিংবা কাঁঠের ক্রস প্রতিক। ইসলাম নয় তো কোনো জোয়ার ভাটা, বন্যা,সাইক্লোন কিংবা ঘুরনি ঝরের তুমুল গতি। ইসলাম নয়, তো কোনো জোনাকি কিংবা ল্যামপোষ্টবা তার চেয়ে বড় কোনো আলো। মনে রেখো ইসলামের সাথে তুলনা হবে না কারো। ইসলাম নয় তো কোনো সাহারা মরুভূমি কিংবা রাস্তায় পরে থাকা পথের ধূলো । ইসলাম ইসলাম দিন ইসলাম তবে, এবার তোমরা শোনো। যতো অন্যায় অবিচার পাপাচার দন্ধ- বিবাদ দূরভূতি করে জ্বালায় শান্তির মাঝে জ্ঞানে আলো। ধনি গরিব সব এক কাতারে থাকেনা কোথাও হিংসা, অনাহারির মুখে ফুটাই হাসি। এ পৃথীবি ছিলো কুঁচিৎত বরবর, জাহেলিয়াতী যতো জুলুম এক ইসলাম যা শান্তি। সয়তান , বজ্জাত ইসলামের যতো শত্রু, কান পেতে শোন সময় এসেছে হুশিয়ার সাবধান। নয়তো, আবার দেখিবে সেই বির সেনাদের যুদ্ধ। বেরিয়ে আসবে আবার ওমর ইবনে খাত্তাব আর আলী ইবনে আবিতালিব এর মত মহা বির। দেখিবে হামজা – বিন আব্দুল মুত্তালিবের সেই যুলফিকর তরবারি।
দেখিবে আবার, আব্দুল্লাহ বিন আল ওহাব কিংবা জাকের বিন আবু তালিবের মতো মহা বির। আবার দেখিবে, খালিদ বিন ওয়ালিদ এর মতো মহা সাহসী বিজয় সেনার হাতে আল্লাহর তরবারি।হুশিয়ার, হুশিয়ার, হুশিয়ার যতো দালাল ইসলামের শত্রু শোনো, ইসলাম মানে শান্তি তবে, ইসলামের গোড়ায় চাই কাফের, মুশরিক, নাস্তিকদের রক্ত। ইসলাম কে নিয়ে যারা করো কটুক্তি তবে, শুনে রেখো আর এক বার বেরিয়ে আসবে দেখিবে নতুন সুখের দিন। এ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম থাকবে যতোই, সরোযন্ত করো বলেছেন বিশ্ব নবী আল্লাহু আকবার।