মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
জুলাই -আগস্টে ২০২০ সেরা পারফরেন্স র্হিসাবে দৈনিক কালজয়ী পএিকার বিশেষ প্রতিনিধি দৈনিক জাগো জনতার ও দৈনিক সময়ের বাংলাদেশ পএিকার ষ্টাফ রিপোর্টার বাংলাদেশ এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি কে,এম আলী-কে সেরা পারফর্মার হিসাবে। ২০/০৮/২০২০ ইং (রোজ বৃহস্পতি বার) সকালে এক সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময়, দৈনিক সময়ের বাংলাদেশ পএিকার সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সার্বিক সাফল্য কামনা করেন।