এক রক্তাক্ত কালীমাখা দিনের নাম হলো ১৫ আগষ্ট ১৯৭৫ বঙ্গবন্ধু তুমি ছেড়ে গেছো আমাদের থেকে বহুুদুরে হয়তো তোমার দেখা আমরা পাবোনা মনের গভীরে আজও রেখেছি জতন করে তোমারী নাম। কনোদিন ভুলবোনা আমরা তোমায় এক বিভীষিকাময় শত্রুুরা ১৫ আগষ্টে বাংলার ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল তোমার নাম ইতিহাসের পাতার কনো এক কোনায় পড়েছিলো তোমারী নয়নের মনি তথা বাংলাদেশের মানুষকে সু পথে আনার চেষ্টাকারীর নাম হলো দেশ নেত্রী শেখ হাসিনা যীনি অনেক চেষ্টায় নিয়োজিত এই বাংলাদেশ গড়ার।
আজ তারই চেষ্টায় প্রতিটি মনের গভীরে লুকিয়ে রেখেছি তোমারী নাম। বঙ্গবন্ধু তুমি মরো নাই কনোদিন তুমি আমাদের মন থেকে মুছে যাবেনা। গভীর শোকে শোকাহত আমরা জনগন শ্বরন করি গভীর ভাবে ১৫ আগষ্টের নাম কনোদিন ভুলবোনা আমরা তোমাকে বেচে আছো মনের মাঝে বেচে থাকবে চিরদিন ভালো থেকো সুখে থেকো এই কামনায় করিব মহান আল্লাহুর দরবারে তোমার কর্মময় মধুর ভাষন ভুলতে পরিনা। জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ।।