লামা প্রতিনিধি:
লামা পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক কর্তৃক সরকারি মাতামুহুরী কলেজের ছাত্র মোঃ শহিদুল ইসলাম আবির সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার (২ আগষ্ট,২০২০ ইং-) বিকাল সাড়ে ৫টায় পাশের লামা বাজারে তাকে একা পেয়ে বমু-বিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন দলবল বেঁধে অতর্কিত অবস্থায় তাকে এ হামলা চলায়। এতে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে লামা হাসপাতালে চিকিৎধীন রয়েছেন।
বর্ণিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বমু বিলছড়ি ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম জানান, আহত আবির বমু বিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের একজন পরিশ্রমী কর্মী এবং সেক্ষেত্রে আমার জনপ্রিয়তায় ঈষার্নীয় হয়ে ঈদের আগে ইউনিয়নে বিভিন্ন স্থানে ওটানো আমার ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা ব্যানার রাতের আধারে টেনে হিঁজড়ে চুরি করা ব্যানার ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক বেলাল উদ্দীনের সম্পৃক্ত হওয়ার কল রেকর্ট সংগ্রহ করায় তাকে বাজারে একা পেয়ে মারধর করে আহত করেন।
এছাড়া উক্ত বেলাল উদ্দীন একজন বিতর্কিত,বিভিন্ন অপকর্মে জড়িত, অছাত্র, সে একজন গাড়ির চালক। সেক্ষেত্রে তার ছাত্রলীগে থাকার কোন যোগ্যতা রাখে না। যে বা যারা তাদেরকে দিয়ে এ সমস্ত অপকর্ম গুলো করাচ্ছে তারা সমাজের ভাল লোক হতে পারে না।