মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া , নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় চাচাতো ভাইয়ের ধর্ষনের শিকার সাত বছরের শিশু ধর্ষণের একমাত্র আসামি নাটঘর ইউনিয়ন ভান্ডুসার গ্রামের আবদুল হান্নান মিয়ার ছেলে সাইফুল মিয়া ওরুফে শাহাবুদ্দিন(২০)কে বীরগাঁও ইউনিয়ন কিশোরপুর গ্রাম থেকে আজ গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হক বলেন সাইফুলকে গ্রেফতার করতে পুলিশের তিনটি টিম মাঠে কাজ করেছে আমরা সফল হয়েছিল। আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
উল্লেখ ২১ জুলাই মঙ্গলবার নাটঘর ইউনিয়ন ভান্ডুসা গ্রামের ফজলুল হকের ৭ বছরের শিশু কন্যাকে চাচাত ভাই ওমান ফেরত সাইফুল মিয়া ওরুফে শাহাবুদ্দিন(২০) বাড়ির পাশে মাছ ধরার কথা বলে ভুক্তভোগী শিশুটিকে কোলে করে পাশের একটি বাঁশঝাড়ের পাশে পাট খেতে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের একপর্যায়ে প্রচুর ব্যাথা ও রক্তক্ষরণ শুরু হলে শিশুটি চিৎকার করলে তাকে ফেলে সাইফুল পালিয়ে যায়। প্রচন্ড ব্যাথা নিয়ে বাসায় গিয়ে মাকে অবগত করে ৭বছরের শিশুটি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।