গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ মীর মোকসেদ আলীর একমাত্র ছেলে মীর শাহনেওয়াজ এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে।
সে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হতে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উক্তীর্ণ হয়েছে ৷
মীর শাহনেওয়াজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর’ ইউনিয়নের করনা গ্রামের বাংলাদেশ পুলিশে কর্মরত মীর মোকসেদ এবং মোছা. নিহার বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।
উল্লেখ্য মীর মোকসেদ এর বড় মেয়ে মেমোরী আক্তার মিষ্টিও এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন ‘এ’-প্লাস পেয়ে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেন ৷ বর্তমানে সে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ত্রিপল-ই তে অধ্যয়নরত ৷ মেয়ে মেমোরী আক্তার মিষ্টি’র দেশ সেরা সাফল্যে ভুতপূর্ব পুলিশ প্রধান (আইজিপি) মহোদয় তাকে সম্মাননা স্বরুপ ক্রেস্টও সনদ প্রদান করেন ৷ পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানেও জাতীয় সংসদের ৩০১ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিতা মেয়ে মিষ্টি’কে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করেন ৷
মীর শাহনেওয়াজ বড় হয়ে একজন সফল বুয়েট ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান। সে সকলের নিকট দো’আ প্রার্থী। বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷