আব্দুল্লাহ ফছিয়ার নিজ্বস্ব প্রতিনিধি:
নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশ এর উজ্জল নক্ষত্র “ডি আই জি” (সি আই ডি) শেখ নাজমুল আলম “Covid 19” করোনা পজেটিভ,, জনাব শেখ নাজমুল আলম কয়েক দিন যাবত করোনা উপসর্গ নিয়ে বাসায় ছিলেন করোনা ভাইরাস এর টেস্ট করানোর জন্য নমুনা দিয়েছিলেন। ১২ ই জুলাই সোমবার ২০২০ করোনা ভাইরাস এর টেস্টে “Covid 19 পজেটিভ” রিপোর্ট আসে।
জনাব শেখ নাজমুল আলম সকলের নিকট দোয়া কামনা করেন, আল্লাহ যেনো করোনা নামক মহামারি থেকে পৃথিবীর সমস্ত মানুষকে হেফাজত এবং দীর্ঘায়ু দান করেন। প্রিয় দেশবাসী সবাই প্রিয় মানবিক পুলিশ অফিস্যার “ডি আই জি” জনাব শেখ নাজমুল আলম সাহেব এর জন্য দোয়া করবেন আল্লাহ যেনো দ্রুত সুস্থ করে দেন, আল্লাহ পরিবারের সকল সদস্যকে এই বিপদ থেকে হেফাজত করুন ,আমিন।