মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত আগামী রবিবার রাত আটটায় চ্যানেল নাইনে দেখুন একক নাটক অসমাপ্ত ভালোবাসা।
পাওয়ার্ড বাই জেনেভা ফুডস। নাটকটি রচনা করেছেন মাহমুদুল আলম ভূঁইয়া এবং পরিচালনায় ফোরকান সাগর । ক্যামেরা ছিলেন শাহরিয়ার রোকন।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জান্নাতুল অনন্য অপ্সরা ,সাব্বির মুন্না,নদিসহ আরো অনেকে।
মেঘনা ইলেক্ট্রনিক নিবেদিত নাটকটি প্রযেজিত ছিলেন তৌহিদ আলি খান ।
এ ব্যাপারে অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা বলেন,নাটকটি খুব সুন্দর একটি নাটক,আশা করি আপনারা সবাই নাটকটি দেখবেন।নাটকটি দেখে ভালো বা খারাপ যা লাগে সেটাই বলবেন।
তিনি আরো বলেন, আপনারা আমাদের অনুপ্রেরনা দিলে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো ।
#চলনবিলের আলো / আপন