আমি মোঃ আফছার আলী, পিতা মৃত শহর আলী শেখ, গ্রাম – বলাডাঙ্গা- পোষ্ট – মাদবকাটি-থানা জেলা+ সাতক্ষীরা। গত ২০,০৬,২০২০ ইংঅনলাইন নিউজপোর্টাল’ দৈনিক বেতনানদী, তে আকড়াখোলা বাজারে আলোচিত মাংশ ব্যবসাহীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদটি পরিবেশন করা হয়েছে তা আমার দৃষ্টি গোচর হইয়াছে, আমি ভারতীয় বর্ডার থেকে মাংস এনে বিভিন্ন বাজারে বিক্রি করি।বিভিন্ন অপকর্মের সাথে জড়িতসহ একাধিক মিথ্যা ও মনগড়া সংবাদ পরিবেশন করে।প্রকৃতপক্ষে আমি ও আমার তিন পুরুষ যাবত সুনামের সহিত সাতক্ষীরা সদরের আকড়াখোলা বাজারে মাংস ব্যাবসা পরিচালনা করে আসছি।
আমি বাজারে গরু জবাই করা কালীন সময়ে বাজার কমিটির অনুমতি সহকারে গরুর স্বাস্থ পরীক্ষা করে সুস্হ সবল গরু জবাই করি।কিন্তু এলাকার কিছু কুচক্রী মহল আমাকে ও আমার ব্যবসাকে জড়িয়ে বিভিন্ন ভাবে মিথ্যাচার করে সমাজে হেয় প্রতিপন্ন ও ফায়দা লোটার চেষ্টা করে আসছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানায়।