শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

বাড়াই সচেতনতা রোধ করি করোনা এই স্লোগান এ একদল যুবক যুবতীরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ৯:৩০ পূর্বাহ্ণ

অমিত হাসান হৃদয় ঢাকা জেলা প্রতিনিধি:

করোনা ভাইরাস নামক মহামারি যখন সারা বিশ্ব ব্যাপক প্রানহানি ঘটাচ্ছে এবং বাংলাদেশে যখন বাশা বাধতে শুরু করেছে। সেই মুহুরতে বিশ্যযাত্রা গ্রপের পক্ষ হতে কিছু সাহসী যুবক মানুষ কে সচেতন করার জন্য মাঠে নামে। তারা এই সচেতনতা মূলক কাজ শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এবং ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সামনে জজ কোর্ট এর সামনে বংশাল এলাকায় গুলিস্তান এরিয়ায় সচিবালয় এলাকায় প্রেস ক্লাব এলাকায় পুরানা পল্টন হয়ে কমলাপুর রেলস্টেশনে গিয়ে এই সচেতনতা মূলক কাজ ও লিফলেট বিলিবিতরন শেষ করে।

 

বিশ্বযাত্রা ট্রাস্টি বোর্ড এর সভাপতি জনাব অমিত হাসান এই সকল বিষয় এ বলেন। বাড়াই সচেতনতা রোধ করি করোনা। কিন্তু আমাদের অসেচতনতার কারনে আজ এই চরম সময় পার করতে হচ্ছে। কাজেই এখন ও সময় আছে সচেতন হউন। নিজে বাচুন নিজ পরিবারকে বাচান দেশকে ভাইরাস মুক্ত রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর