অমিত হাসান ঢাকা জেলা প্রতিনিধি:
১টি মেয়ে পাওয়া গিয়েছে স্থানঃপুরান ঢাকা গেন্ডারিয়া ঢাকা-১২০৪. যোগাযোগ নাম্বার-০১৭৮৩৯৩২৩০১ বৈশাখ হাউসিং পানির পাম্পের সামনে এখন অবস্থান করছে। মেয়েটা তার নাম বলতে পারছে না এবং মেয়েটা দেখে মনে হচ্ছে অনেক ভয় পাচ্ছে। কেউ যদি চিনেন বা না চেনেন যেনো তার আপন কেউ এই নিউজ টা দেখতে পারে।
আর কারো যদি ফতুল্লার কোন বন্ধু মহল থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করুন কারন মেয়ের সাথে ১টা ব্যাগ ছিল আর ওই ব্যাগের ভিতর ১টা খাতা ছিল ওই খাতা ফতুল্লার নাম লেখা আছে। মেয়েটা আপাতত অবস্থান করছে বৈশাখি হাউজিংএ যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে করতে পারেন ০১৭৮৩৯৩২৩০১. ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত বৈশাখি হাউজিং এ অবস্থান করবে।