নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়নের চামটা মশ্তরীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন। এক ছেলে ও স্ত্রী নিয়ে তাদের ছোট সংসার।ছোট সংসার হওয়া সত্বেও নাজিমের ভালো কর্মের অভাবে সংসারের অভাব অনাটন লেগেই থাকত। ভালো কিছু করার আশায় পাড়ি জমায় বিদেশ।তিনি থাকতেন ওমান দেশে। দীর্ঘ তিন বছর বিদেশ যাপন করার পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে গত ২৫/০৩/২১ইং, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলেও বাড়ি ফেরে না সে! বাড়িতে না গিয়ে কোথাও হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাহার কোনো সন্ধান পাওয়া যায় না। মোঃ নাজিম উদ্দিন এর সন্ধান পাওয়ার জন্য তার সহধর্মিনী মোছা. চায়না খাতুন,নিরুপায় হয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় গিয়ে সাধারণ ডায়রী জিডি করেন। জিডি নং ৩১,তারিখ ০১/০৪/২১ইং। মোঃ নাজিম উদ্দিনের যদি কোন সন্ধান পান তাহলে যোগাযোগ করুন, মোছাঃ চায়না খাতুন, মোবাইল -০১৭৫০-৯৫৮৭৪৩
#CBALO/আপন ইসলাম