সুপ্রিয় দেশবাসী আপনাদের কে নিয়ে মাহমুদুল কবির নয়নের উদ্যোগে ও প্রতিষ্ঠিত আপনাদেরই জন্য এই সুবিধা বঞ্চিত সহায়তা কেন্দ্র অনলাইন প্রতিষ্ঠা করা হয়েছে ।এটি কোন সরকারি প্রতিষ্ঠান নয়। এই সহায়তা কেন্দ্র কোন সরকারি, দল, বা কোনো রাজনৈতিকবিদদের কে নিয়ে নয়। তিনি আশা রাখছেন, আপনাদের সহায়তায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এ গ্রুপ বিশাল বড় একটি প্লাটফর্ম তৈরি করে। আপনাদের ভালবাসায় এই সহায়তা কেন্দ্র কাজ করার অনুপ্রেরণা পাবে। (সুবিধা বঞ্চিত সহায়তায় কেন্দ্র অনলাইন) স্থাপিত হয়েছে ১ই জানুয়ারী ২০২১ইংরেজি সাল থেকে। (সুবিধা বঞ্চিত সহায়তায় কেন্দ্র অনলাইন) এর প্রধান স্লোগান, “মনে রেখোনা কোন ভয়, আমরা করবো জয় “এবং এর মূল লক্ষ্য অসহায় গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো (সুবিধা বঞ্চিত সহায়তা কেন্দ্র অনলাইন) হেল্প লাইন নাম্বার [০১৩২০৬১৪২৬৩] আপনারও পাশে আসুন দুস্ত অসহায় মানুষের কাছে মানবতার ফেরি হয়ে। ধন্যবাদন্তেঃমাহমুদুল কবির নয়ন।
#CBALO/আপন ইসলাম