সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

ঝিলংজা সা‌বেক চেয়ারম্যা‌ন গিয়াস উদ্দিন জিকুর ঈদ শু‌ভেচ্ছা বি‌নিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ১০:১৪ অপরাহ্ণ

জিয়াউল হক জিয়া,কক্সবাজার:

কক্সবাজার সদর ঝিলংজা ইউ‌নিয়‌নের সা‌বেক সফল চেয়ারম্যান গিয়াস উ‌দ্দিন জিকু এলাকার সকল জনসাধারন ও কক্সবাজার বা‌সী‌কে এবং প্রবাসী‌দের ঈদ শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন। নতুন চাঁদ দেখার পরেই শুরু ক‌রে‌ছে প্রিয়জনদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়। শু‌ভেচ্ছার বি‌নিম‌য়ের সা‌থে সা‌থে গুপ‌নে ঈদ উপহার পৌ‌ছে  বা‌ড়ি বা‌ড়ি। রমজানের শেষে এই ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, সারা বিশ্বের মুসলমানরা এটি খুশির উৎসব হিসেবে পালন করে থাকেন। প্রতিবছরই, রমজান মাস এবং ঈদ উৎসবের জন্য জোরকদমে প্রস্তুতি চলে। সারাবছর ধরে ধর্মপ্রাণ মুসলিমরা এই পবিত্র মাস ও পবিত্র দিনের জন্যই অপেক্ষা করে থাকে। কিন্তু এই বছরটা একটু অন্যরকম। বর্তমানে গোটা পৃথিবী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে। গোটা বিশ্বে করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি স্বাভাবিক নয়। বাংলাদেশ সহ বহু দেশেই চলছে লকডাউন। যদিও এই বছর ঈদ উপলক্ষে আগের মতোন উজ্জ্বলতা নেই, তবুও মানুষের মধ্যে এই উৎসবটি নিয়ে এতটুকু উৎসাহ কমেনি। লকডাউনের মাঝেও কক্সবাজার সদর উপজেলাবাসী, ঝিলংজা ইউনিয়নবাসী, নিকটাত্মীয়, প্রিয়জন, বন্ধু এবং আত্মীয়দের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে।

ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারক
     শুভেচ্ছা‌ন্তে
গিয়াস উদ্দিন জিকু,
সাবেক চেয়ারম্যান,
ঝিলংজা ইউনিয়ন পরিষদ,
কক্সবাজার সদর।
সদস্য সচিব,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কক্সবাজার সদর উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর