নিজস্ব প্রতিনিধি:
আমি নজরুল ইসলাম (নজু) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা গাবতলা এলাকার স্হায়ী বাসিন্দা। আমি পেশায় একজন কৃষক ও দিনমজুর। আমাকে নিয়ে নগরঘাটার স্হানীয় অনলাইন নিউজ পোর্টাল “” লাল সবুজের কথা””অনলাইন পোর্টাল পত্রিকায় সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমাকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট, মনগড়া, মানহানীকর সমাজে বিভ্রান্তিকর যে মনগড়া সংবাদ প্রকাশ করেছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি বা আমার পরিবার কখনো জাময়াতের সাথে জড়িত ছিলাম না, আমি রাষ্টদ্রোহী কোন মামলার আসামিও না। আমি আমার বিরুদ্ধে করা সংবাদ এর তীব্র প্রতিবাদ জানায়।