মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌরসভার বুইকারা ড্রাইভার পাড়ার ৫নং ওয়ার্ডের মোঃ হয়দার আলী শেখের পুত্র রুহান শেখ (২০) মাদক ব্যাবসায়ী ও মাদকাসক্ত হওয়ায় অদ্য ২০-শে জুলাই সকালে মা শাহিনা বেগমের নিকট নেশা করার জন্য তিন হাজার টাকা দাবী করে যাহা নেশাগ্রস্থ পুত্রকে দিতে অস্বীকার করায় নিজ মাকে মারপিট সহ ঘরের মালামাল ভাংচুর করে এবং টাকা না পায়লে নিজ মা সহ পরিবারের সকলকে হত্যা করার হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবাবের সদস্য মা শাহিনা বেগম। অসহায় পরিবারটি উক্ত পুত্রের অত্যাচারে দিশাহারা হইয়া মা বাবা সহ এলাকাবাসি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে।