সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুরে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ

পাবনার ফরিদপুরে বুলবুলি খাতুন (৪১) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭মার্চ) বিকালের দিকে উপজেলার ফরিদপুর ইউয়িনের ১নং ওয়ার্ডের হাংড়া গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. আকমল হোসেন এর স্ত্রী ও ৩ সন্তানের জননী। ঘটনার পর বুলবুলিকে তার স্বজনেরা চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালের দিকে নিহতের স্বামী আকমাল হোসেন গাভীর দুধ দোহন করার জন্য তার স্ত্রী বুলবলি খাতুনকে ডাকাডাকি করতে থাকে। ডাকাডাকির এক পর্যায়ে তাকে না পেয়ে ওই গৃহ বধূর শয়ন কক্ষে গিয়ে তার ঘরের দরজা বন্ধ দেখেন তার স্বামী আকমল হোসেন। পরে প্রতিবেশীর সহযোগিতায় ঘরের দরজা খুলে গৃহবধু বুলবুলি খাতুনকে মেঝেতে পরে থাকতে দেখে। তখন ওই গহবধূকে অসুস্থ্য অবস্থায় তার মুখ থেকে ফেনার মত দেখতে পান উপস্থিত প্রতিবেশীরা। এসময় স্বজনেরা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে তিনি মৃত্যুবরণ করেছন তাৎক্ষণিক তা জানা যায় নি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর