আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
১৮ জুলাই শনিবার২০২০ নড়াইল এর সামাজিক সংগঠন “চলো পাল্টাই”এর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে ফল সামগ্রী বিতরণ, চলো পাল্টাই এর মুখপাত্র জাকারিয়া খান জানান সামাজিক সংগঠন “চলো পাল্টাই” লোহাগড়া উপজেলা শাখার পক্ষ থেকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের “দারুন নাজাত ইসলামীয়া মাদ্রাসার”ছাত্রদের মাঝে কিছু ফল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার ওস্তাদ হাফেজ মোঃ হাসিবুর ইসলাম সহ লোহাগড়া উপজেলা “চলো পাল্টাই”এর সদস্য রাজু ইসলাম,ঈমাম হোসাইন, নাইম খান, রেজওয়ান, জয়, অনিক।
এ সময় ছাত্রদের সাথে, করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রদের মাঝে জনসচেতনতা মূলক আলোচনা করা হয়। সংগঠনের মুখপাত্র জাকারিয়া খান আরো জানান নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন “চলো পাল্টাই” -এর একঝাক তরুণ-তরুণী করোনা ভাইরাস এর ঝুকি এড়াতে স্বাস্থবিধি মেনে চলতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে, ব্যাপকভাবে প্রচার প্রচারোণা করে যাচ্ছে, অসহায় খেটে খাওয়া দিনমুজুর ঘর বন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহযোগিতা করে যাচ্ছে, জাকারিয়া খান, মরণব্যাধি করোনাভাইরাস মোকাবেলায়, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।