রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

ই-পেপার

নড়াইল সদর ১২নং বিছালী ইউ‌নিয়ন, মির্জাপুর মাধ‌্যমিক বিদ‌্যালয় স্টু‌ডেন্টস`ফোরা‌মের উ‌দ্যো‌গে দুই হাজার পরিবারকে, ফ্লু জাতীয় ঔষধ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৭:২৯ অপরাহ্ণ

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

নড়াইল সদর ১২নং বিছালী ইউ‌নিয়ন, মির্জাপুর মাধ‌্যমিক বিদ‌্যালয় স্টু‌ডেন্টস`ফোরা‌মের উ‌দ্যো‌গে দুই হাজার পরিবারকে, ফ্লু জাতীয় ঔষধ বিতরণ, ১২নং বিছালী ইউ‌নিয়নের চেয়ারম‌্যান ও মির্জাপুর প‌থিকৃৎ সংস‌দের সহায়ত‌ায় সদর উপ‌জেলার মির্জাপুর ও আড়পাড়া গ্রা‌মে ২০০০ প‌রিবা‌রের মধ‌্যে ফ্লু জাতীয় রোগ যেমন জ্বর,ঠান্ডা,স‌র্দি,কা‌শিতে কার্যকর হো‌মিওপ‌্যা‌থিক ঔষধ “আ‌র্সে‌নিক অ‌্যালবা-৩০” বিনামূ‌ল্যে বিতরণ করা হয় । মাননীয় চেয়ারম‌্যান শেখ আ‌নিসুল ইসলাম এ মহতী কা‌জের শুভ উ‌দ্বোধন ক‌রেন ।

 

তি‌নি” এ কা‌জে সং‌শ্লিষ্ট সকল‌কে ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন এবং বর্তমান বৈ‌শ্বিক মহামারী কো‌ভিড -১৯ সম্প‌র্কে সবাই‌কে স‌চেতন করার পরামর্শ প্রদান ক‌রেন । মির্জাপুর গ্রা‌মের হাদীউজ্জামান সুজ‌ন এবং আড়পাড়া গ্রা‌মের মোঃ নিয়া‌জের নেতৃ‌ত্বে ৩০ জন স্বেচ্ছা‌সেব‌কের মাধ‌্যমে এ ঔষধ বিতরণ কার্যক্রমটি প‌রিচা‌লিত হয়েছে, কার্যক্রম চলমান, প্রধান উ‌দ্যোক্তা ও পৃষ্ঠ‌পোষকতায় খাঁন গোলাম হো‌সেন ঝন্টু(সমরাস্ত্র কারখানা),মুনশী সো‌হেল রানা(‌শিক্ষক,নড়াইল সর.বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়), মাওলানা ম‌ফিজুর রহমান(ম‌্যা‌নেজার,ইসলা‌মি ব‌্যাংক,খুলনা), মাওলানা তৌ‌হিদুর রহমান(সহ.অধ‌্যাপক , খাজুরা ফা‌জিল মাদ্রাসা য‌শোর), মোঃ নিয়াজ( মাই‌ক্রোবা‌য়োল‌জিস্ট,খুলনা বিশ্ব‌বিদ‌্যালয়),শেখ হায়াতুর রহমান, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর