মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
আযানের সাথে দরূদের তালে প্রার্থনার ফুসরাত দরবারে তার। করোনা-ঘাতে করোনা-যোদ্ধা আক্রান্ত প্রভু; খুলে দাও দয়ার দরবার। করোনা দামামা বাজিছে জাহানে বিশ্বজুড়ে ভয়্ ভয়্। মৃত্যু মিছিলে ভালো আর মন্দ আক্রান্তে বাড়ে সংশয়। দয়াল প্রভু দাও গো এবার ক্ষমা করে বিশ্বকে পরিত্রাণ। মায়ার বাঁধনে বেঁধে আছো তুমি ফিরিয়ে দাও যোদ্ধার জয়ীপ্রাণ। মসজিদে মসজিদে নামাজীদের দোয়া দরূদ গুঞ্জন।
সুরে ভাসে দূরে দূর বহুদূরে পৌঁছে দেয় প্রভঞ্জন। বুক দুরুদুরু আর ভয় ভয় ইচ্ছে পালকে ঝাঁঝরা ব্যথা বয়। করোনা যুদ্ধে জয়ী হয়ে যোদ্ধা ফিরবে যোদ্ধা নিশ্চয়ই।