ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় জমিজমা নিয়ে দ্বন্দের জের ধরে আদম আলী নামে এক কৃষকের এক বিঘা জমির ভুট্টা ক্ষেতে হরোমন (বনমারা বিষ) প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে ভুক্তভোগী আদম আলি বুধবার (৩০ মার্চ) বিকেলে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটায় প্রতিপক্ষ।
থানা সূত্রে জানা গেছে, রুহিয়া থানার আখানগর ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আদম আলী ২৫/৩০ বছর আগে ওই গ্রামের ৩৪২২ নম্বর দাগের ২২ শতক জমি কিনে চাষাবাদ করে আসছিলেন। বাবার মৃত্যুর পর ছেলে ফয়জুল হক বিক্রিত জমির দখল না পেয়ে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে বাবলুর রশিদের নিকট বিক্রি করে দেয়। আর বাবলুর রশিদ ২০০৩ সালের পর হতে ওই জমির দখল নিয়ে মরিয়া হয়ে উঠে এবং আদম আলীর বিরুদ্ধে একর পর এক ইউনিয়ন পরিষদ, থানা ও আদালতে মামলা দায়ের করে প্রতিপক্ষকে হয়রানি করে আসছেন।
এদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে বাবলুর রশিদ আদম আলীর লাগানো ভুট্টা ক্ষেতের কতক অংশ দা দিয়ে কেটে দেয় এবং বাকি অংশে বনমারা বিষ প্রয়োগ করে। এতে ভুট্টা গাছের ডালপালা ঝেমড়ে গিয়ে নষ্ট হয়ে যায় এবং প্রায় ২৫ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়। এ অবস্থায় আদম আলী বুধবার বিকেলে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, বিষ প্রয়োগ করে ভুট্টা ক্ষেত নষ্ট করে দেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূবর্ক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
#চলনবিলের আলো / আপন