চুয়াডাঙ্গা – আলমডাঙ্গা উপজেলা স্থানীয় সরকার নির্বাচনে ১৩-টি ইউনিয়নে বিনামূল্যে সক্রিয় আওয়ামীলীগ এর মনোনীত নৌকার মাঝি হয়েছেন সকল নৌকা মাঝি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা ১- আসনের জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সোলাইমান হক জোয়ার্দার ছেলুন( এমপি)।
আলমডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ এর মনোনীত নৌকার মাঝি নতুন “ফেস্স” নিয়ে বিজয়ের মালা পরে এসেছে ১৩-টি ইউনিয়নের আওয়ামীলীগের নতুন এবং পুরাতন প্রার্থীরা।
“নতুন প্রার্থীদের নামসমূহঃ,
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামিলীগ এর মনোনীত নৌকা প্রার্থী পেয়েছেন,
আলমডাঙ্গা উপজেলা’র,
°ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর কার্যকরী সদস্য নাহিদ হাসনাত (সোহাগ)
°বাড়াদি ইউনিয়ন আওয়ামী যুবলীগের (সাবেক) সভাপতি আশাবুল হক সম্রাট,
°গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের (সহ-সভাপতি) এমদাদুল হক মুন্সী,
°খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের (সাবেক), সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের সমাজ সেবা সম্পাদক- মোজাহিদুর রহমান (লোটাস্)।
°জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, হাসানুজ্জামান (হান্নান),
°বেলগাছী ইউনিয়ন -আওয়ামীলীগের সভাপতি, “শ্রী সমীর কুমার দে,
°চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, খন্দকার আব্দুল বাতেন,
°কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জয়নাল আবেদীন।
“বর্তমান চেয়ারম্যান এবং পুরাতন নামসমূহঃ,
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা °হারদী ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী সদস্য বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম,
°কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ (পিন্টু),
°ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম,
°জামজামি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ‘নজরুল ইসলাম’,
°খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (রুনু)।
#চলনবিলের আলো / আপন