বরিশালের আগৈলঝাড়ায় দরিদ্র ভ্যান চালকের মেয়ে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতাল ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ছাত্রীর বাবার দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সা গ্রামের লাল মিয়া ওরফে লালু সিকদারের ছেলে রাব্বি সিকদার (২০) একই এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়তে যাতায়াতের সময় প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ছাত্রীর পরিবার থেকে রাব্বিকে সংশোধনের জন্য বলা হলে রাব্বি ছাত্রীর বাবাকে হুমকি ধামকী দিয়ে আসছিলো।
ঘটনার দিন ২১জুন রাত সাড়ে দশটার দিকে কৌশলে রাব্বি ওই ছাত্রীর বাবাকে খোঁজার অযুহাতে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে রাব্বি ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।
এঘটনায় ধর্ষিতা ছাত্রীর বাবা বুধবার রাতে থানায় রাব্বিকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন, নং-১(১.৭.২১) মামলার পরে বুধবার রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন অভিযান চালিয়ে ধর্ষক রাব্বিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি প্রদানের জন্য শেবাচিম হাসপাতাল ও আদালতে প্রেরণ করছে। একই দিন ধর্ষক রাব্বিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
#চলনবিলের আলো / আপন