জিয়াউল হক জিয়া,কক্সবাজার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্দেশনায় কক্সবাজার জেলা কমিটির বিএমএসএফ এ বিজ্ঞ আইনজীবি উপদেষ্টা হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদ ও এডভোকেট রবীন্দ্র দাস রবিকে নিযুক্ত করা হয়েছে।
কক্সবাজারের মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্যদের আইনী সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করায় অত্র সংগঠনের সভাপতি মিজান উপর রশীদ মিজান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন বিএমএসএফ’র পক্ষ থেকে কক্সবাজার বিজ্ঞ আইনজীবি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটির বিজ্ঞ আইনজীবি উপদেষ্টাগন ঃ
# এডভোকেট সাইফুদ্দিন খালেদ,
(বি.কম অনার্স, এমকম, বিএড ও এলএলবি)
জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
চেম্বার – তাজসেবা কমপ্লেক্স ২য় তলা, রুম ১১, মডেল থানার পেছনের রোড, কক্সবাজার।
মোবাইল-০১৮১৯-৬২৪১২০
ইমেইল – adskhaled41@gmail.com
# এড. রবীন্দ্র দাস রবি Rabindra Das Rabi
জেলাও দায়রা জজ আদালত, কক্সবাজার।
চেম্বারঃ ৫বি ১ম তলা জেলা বার এসোসিয়েসন ভবন কক্সবাজার।
মোবাইলঃ 01743745280, 01825256854
কক্সবাজারের সাংবাদিকদের আইনী সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করায় কেন্দ্রীয় বিএমএসএফ’র পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।