মোঃ আহসান হাবীব:
বুধবার (২৭ মে ২০২০ খ্রিঃ) দুটি পৃথক অভিযানে এসআই তাপস কান্তি রায় অভিযান পরিচালনা করিয়া রায়পুরা থানাধীন রাধাগঞ্জ এলাকা হতে মাদক ব্যবসায়ী (১)মোঃজাহাঙ্গীর মিয়া (২৮),পিতা- হারিছ মিয়া,সাং-রাধাগঞ্জ,থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন।
এবং এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী সদর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (২) মোঃ মোজাম্মেল @ মোজা (২৮), পিতা-আনোয়ার হোসেন, (৩) ইয়াছিন (২৭) ,পিতা- কোকিল @ কোয়েল মিয়া, সাং-ঘোষপাড়া, (৪) মোঃ সাইফুল ইসলাম @ মিঠু(২৮),পিতা- মোঃ লুৎফর রহমান, সাং-সাহেপ্রতাপ,সর্বথানা ও জেলা-নরসিংদী দের ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন।
সর্বমোট উদ্ধার ২৫০ পিস ইয়াবা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭৫,০০০ টাকা। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক করে মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।