বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা প্রতিবন্ধী কর্মহীন অসহায় মানুষের মাঝে আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাটমোহর উপজেলা আ’লীগ। প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, সুন্দরভাবে বাঁচার অধিকার তাদেরও অাছে ’-এ শ্লোগান কে সামনে রেখে, অাজ (২৩ মে শনিবার) সকাল ১০ টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন অা’লীগের অফিসে সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর নিজশ্ব অর্থায়নে হান্ডিয়াল ইউনিয়নে ১২৪ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর উপহার হিসাবে চাল,ডাল,তেল,চিনি,সেমাই বিতরণ করেন। খাবার উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অা’লীগ হান্ডিয়াল শাখার সভাপতি অালহাজ্ব রবিউল করিম এম এ, ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, অা’লীগ নেতা পাভেল, হাসান, ফরহাদ নাছিম, যুবলীগ সেক্রেটারি ময়নুর রহমান হীরক প্রমুখ। এসময় আ’লীগ নেতা সাখো বলেন,নিজে সুস্হ থাকুন অপরকে সুস্হ থাকতে সহায়তা করুন।এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে এই সকল মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগ।