কামরুজ্জামান কানু জামালপুর থেকে:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় কুয়েত বাসী শেখ ইব্রাহিম এর পক্ষ থেকে ঈদ উপহার ৬০০ শত শাড়ি লুঙ্গি অসহায় ৬০০ গরিবদের মাঝে বিতরন করেছেন তিনার পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি বীর মূক্তিযোদ্দা আলহাজ্ব কিসমত পাশা। অদ্য ২৩-মে সকাল ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের নিজ কার্যালয়ে।
এ সময় আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশের সদস্য বৃন্দ। জানাযায় কুয়েত বাসী শেখ ইব্রাহিম করোনা ভাইরাস চলাকালীন সময় পারহলে তিনি মেলান্দহ সকল মসজীদ মাদ্রাসায় ত্রান সহ কাপড় বিতরন করবেন বলে আশারাখেন।