বাবু,চাটমোহর পাবনা :
পাবনার চাটমোহর পৌরসদরের ৯নং ওয়ার্ডে অসহায় কর্মহীন গরীব দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৮মে বুধবার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স লিমন এন্ড লিয়ান্ত এন্টার প্রাইজের সামনে নিজস্ব অর্থে (১ম ধাপে ৫৫জন) ও দ্বিতীয় ধাপে ১০৫ জন অসহায় কর্মহীন গরীব দুস্থদের পরিবারদের মাঝে চাউল, ডাউল, চিনি, সেমাই,দুধ,তেল ছোলা, লবন সহ খাবার সামগ্রী উপহারের প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্হিত ছিলেন মেসার্স লিমন এন্ড লিয়ান্ত এন্টার প্রাইজের প্রতিষ্ঠাতা ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ঠিকাদার মো: মনিরুল ইসলাম মনি, পিতা মৃত দিদার হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সহ সভাপতি মো: শেখ জিয়ারুল হক সিন্টু,পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মো:কুদ্দুস মোল্লা, দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক তোফাজ্জল হোসেন বাবু,নজরুল ইসলাম আবু তালেব প্রমুখ।