বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ

কে,এম আল আমিন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, আলমগীর আলম, উপদেষ্টা শফিউল আলম ডলার, যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া শাফী, মিলন ইসলাম খান, অর্থনৈতিক সম্পাদক এস,এম রেজাউর রহমান ফিরোজ, জেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম আলো, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, জেলা যুবদলের সভাপতি মীর্জা আবদুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় জেলা বিএনপি, সদর থানা বিএনপি, শহর বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর