ষ্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাড়াশ প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা, প্রবীণ শিক্ষক গাজী সাঈদুর রহমান সাজু, প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন গোস্বামী, তাড়াশ পল্লী বিদুৎ সমিতির পরিচালক শামসুল মির্জা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আব্দুল সালাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, সহ-সভাপতি প্রভাষক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, সাবেক সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবের ওই ভবনটি নির্মিত হচ্ছে।