বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন

ই-পেপার

স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৬:২৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

য়শোরে বিপ্লব মোল্যা (২৭) নামে এক যুবক হত্যার অভিযোগে যুবকের স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হল, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া কলোনী মোড় ফারুকের বাড়ির ভাড়াটিয়া আছির উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার ওরফে কুলসুম,সদর উপজেলার জগমোহনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তাসবিরুল হোসেন হোসেন হৃদয় ও ইছালী পূর্ব পাড়ার আবু তাহের এর ছেলে আব্দুল মতিন। ময়না তদন্ত রিপোর্ট করানোর পরে, প্রমান পাওয়ার পরই তাদের গ্রেফতার করা হয়েছে। যশোর সদর উপজেলার কামার গন্না মধ্যপাড়ার মৃত আব্দুল হাসেম এর ছেলে ইউনুচ আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছেলের বউ কুলসুমন আক্তার ওরফে কুলসুম,তাসবিরুল হোসেন ওরফে হৃদয়, আব্দুল মতিনসহ অজ্ঞাতনামা ১/২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

 

মামলায় উল্লেখ করেছেন, বিগত ৮ বছর পূর্বে ছেলে বিপ্লব মোল্যার সাথে কুলসুম আক্তার ওরফে কুলসুমের বিয়ে হয়েছিলো। বিয়ের পর বিপ্লব মোল্যার ঔরষে মেহেদী হাসান শাকিব (৬) ও রবিউল ইসলাম নিহাত (৪) ছেলে জন্ম গ্রহন করেছেন। বিপ্লব মোল্যা যশোর শহরতলী পালবাড়ী ঘোষ পাড়া সাজ্জাদ এর বস্তির ১টি টিন সেট বাড়িতে ভাড়া থাকতো। গত ৩ জুন রাত ১১ টা থেকে দিবাগত রাত পৌনে ৩ টার মধ্যে বিপ্লব মোল্যা মারা গেছেন, বলে তাসবিরুল হোসেন ওরফে হৃদয় ও আব্দুল মতিন এ্যাম্বুলেন্স যোগে ইউনুচ আলীর বাড়িতে গিয়ে জানিয়েছে। ওই রাতে ইউনুচ আলী বড় ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী জবেদা বেগমকে নিয়ে উক্ত এ্যাম্বুলেন্স যোগে পালবাড়ী ঘোষ পাড়া সাজ্জাদ এর বস্তিতে যেয়ে দেখেন বিপ্লব মোল্যা কাত হয়ে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এই ব্যাপারে ৪ জুন কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

 

অপমৃত্যু মামলা নং ১১১ তারিখঃ ৪/৬/২০ ইং। কোতয়ালি মডেল থানার (এসআই) শাহাজুল ইসলাম অপমৃত্যু মামলা সংক্রান্ত বিপ্লব মোল্যার লাশের সুরোতহাল রিপোর্ট প্রস্তুত করেন ময়না তদন্ত সম্পন্নর ব্যবস্থা করেন। পরে বিপ্লব মোল্যার পিতা লাশ বুঝে নিয়ে দাফন সম্পন্ন করে। ময়না তদন্ত রিপোর্ট সম্পন্নকারী যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক বাবলু কিশোর বিশ্বাস ১৮ আগষ্ট রিপোর্টে উল্লেখ করে, নিহত ব্যক্তিকে শ্বাসরোধ পূর্বক আঘাত জনিত কারনে হত্যা করা হয়েছে। ময়না তদন্তর রিপোর্ট থানা পুলিশের মাধ্যমে পেয়ে ছেলের বউ সহ ৩জনের নামসহ অজ্ঞাতনামা ১/২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার ১৮ আগষ্ট রাতে কুলসুমসহ ৩ জনকে গ্রেফতার করে বুধবার ১৯ আগষ্ট আদালতে সোপর্দ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর