বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, যে কোন অন্যায় প্রতিবাদে আমাদের পাশে পাবেন, আপনারা আমাদের সংবাদ দিন, আমরা এই সুজানগর কে একটি পবিত্র ভূমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, জামায়াত কোন প্রতিহিংসার রাজনীতি করে না, জামায়াত কোন প্রতিশোধের রাজনীতি করে না, জামায়াত ইসলাম মানুষ মানুষে ভেদাভেদ তৈরি করে না, জামায়াত ইসলাম ধর্মে ধর্মে ভেদাভেদ তৈরি করে না। তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে, ক্ষমা প্রার্থনা করুন, জাতির কাছে ক্ষমা চান, জাতি আপনাদের ক্ষমা করলেই বসবাস করতে পারবেন। আপনাদের অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, আপনাদের আয়না ঘরের নিষ্ঠুরতা সীমা ছাড়ীয়ে গেছে, আপনাদের ব্যাপারে জাতি সিদ্ধান্ত নিবে। জামায়াতের উপর যতটুকু অন্যায় অবিচার করা হয়েছে, আমরা ততটুকুর প্রতিশোধ নিতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করবো, জুলুমকারী সরকারের প্রেতাত্মারা এখনো বিভিন্ন পাড়া মহল্লায় বসে ষড়যন্ত্র করছে। যদি নতুন কোন ষড়যন্ত্রে অগ্রসর হোন এ দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, তাহলে আপনাদের অবস্থা হবে, আপনাদের নেত্রীর মত, ষড়যন্ত্র বাদ দিয়ে সোজা হয়ে যান। ছাত্র জনতার দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু শেখ হাসিনার পাপের বোঝা এতোই বেশি ছিল যে,সে পদত্যাগ করে এদেশে থাকতে পারেনি। এদেশ থেকে থাকে তাড়ানো হয়নি, আমরা চেয়েছি এই জালিম সরকার পদত্যাগ করুক, নিরুপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করুক এবং জালিম সরকার ও তার দোসরদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হোক। তারা বুঝতে পেরেছে এদেশের জনগণ তাদের ক্ষমা করবে না, যার কারণে পালিয়ে পার্শ্ববর্তী দেশে জায়গা করে নিয়েছে। তিনি শেখ হাসিনার পুত্র জয় কে উদ্দেশ্য করে বলেন, এখনও সময় আছে, বিদেশে বসে ষড়যন্ত্র করবেন না, তাহলে আপনাকে ষড়যন্ত্রের চুড়ান্ত মোকাবেলা করা হবে। আমরা ব্যবসায়ীদের বলেছি, কাউকে চাঁদা দিবেন না, নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করুন। বৃহস্পতিবার পাবনার সুজানগরে উপজেলা জামায়াত ও পৌর শাখার আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়কে নারী পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শত শত নারী পুরুষ ও ছাত্রের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল শেষে কাশেম প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম খান, জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর অধ্যাপক ফানুক-ই-আযম, সেক্রেটারী মাওলানা আব্দুল মমিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মমিন ও সেক্রেটারী সাগর প্রমুখ।