শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জননেত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন -পলক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমি আপনাদের কাছে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, যিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যাপকহারে ইসলামী সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন।

মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৪ ইং সনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঈমান, নামায, রোযা, হজ্ব ও যাকাত; ইসলামের এই ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ্ব। অন্যান্য স্তম্ভগুলো পালনের জন্য কখনো আমাদের মানসিক, শারীরিক বা আর্থিক সক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু পবিত্র হজ্ব পালনের জন্য আমাদের মানসিক, শারীরিক ও আর্থিক সক্ষমতার সমন্বয়ের প্রয়োজন হয়। তাই আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আপনাদেরকে পবিত্র হজ্ব পালনের জন্য সক্ষমতা দিয়েছেন ও সুযোগ করে দিয়েছেন।

পলক আরও বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা বিশ্বাস ও আস্থা রেখে আমাকে পরপর ৪ বার আপনাদের প্রতিনিধি নির্বাচন করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। আমরা মহান স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন খুব সহজে ও সুস্থ শরীরে পবিত্র হজ্বের সকল কাজ সম্পন্ন করে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন।

সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত। এতে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।