রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলসহ গৌরনদী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর দুতীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। এতে উপজেলার রাজিহার, বাকাল, বাটরা, যবসেনসহ গৌরনদীর টরকীচর এবং উপজেলার কটকস্থল, গোরক্ষডোবা, বাউরগাতি, কমলাপুর, বড়দুলালী, হোসনাবাদ, কুতুবপুর, চাঁদশী, দক্ষিণ মাদ্রা, ধানডোবা, সমরসিংহ, পিঙ্গলাকাঠিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পান বরজ, অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে ও রোপা আমন ধানের চারা তলিয়ে গেছে। এ ছাড়া কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ফসলের ¶য়¶তির তালিকা তৈরির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়া-গৌরনদীর নিম্নাঞ্চল প্লাবিত, পান বরজের ব্যাপক ক্ষতি
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০