শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পথচারীদের বিনামূল্যে শরবত বিতরণ করলেন ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্ট

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত প্রায় ৪০০-৪৫০ জন মানুষের মধ্যে শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে ভাঙ্গুড়ার ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্ট। ভাঙ্গুড়া বাজারের প্রান কেন্দ্রে ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্টের সামনে রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে এমন উদ্যোগ নেওয়া হয়।

ভ্যানচালক নয়ন ও পথচারী সুরুজ বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ খুবই ভালো। ঘরোয়া হোটেলের এই মানবিক কাজ প্রশংসনীয়। আরো অনেকে যদি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তাহলে অনেক মানুষ উপকৃত হবে। গরমে একটু স্বস্তি পাবে।

আরেক পথচারী আতিক বলেন, তীব্র দাবদাহে দেশের পরিস্থিতি দিন দিন কঠোর হচ্ছে। এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত যে কতটা স্বস্তির তা যিনি পান করে সেই বলতে পারবেন। যারা বাইরে বের হয় বিশেষ করে শ্রমিকরা তাদের মধ্যে একটু সাময়িক স্বস্তি ফিরিয়ে দিতে এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

এ বিষয়ে নিয়ে ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্টের মালিক মোঃ লুতফর রহমান জানান, ঢাকাসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড দাবদাহের মধ্যে অবস্থান করছে। এমন সময় আজ থেকে ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্টে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।