রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অভয়নগরে আমতলা বাজারে সরকারি জমি দীর্ঘদিন অবৈধ দখল করে বহুতল ভবন নির্মাণ, শুধু সাইনবোর্ডে সীমাবদ্ধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজারে একটি প্রভাবশালী চক্র  সরকারি জমি দখল করে বহুতল ভবন ও মার্কেট নির্মান করে দীর্ঘদিন বহালতবিয়তে ব্যবসা বানিজ্য করলেও সরকারি ভাবে তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোন আইনী পদক্ষেপ। ফলে দীর্ঘদিন ওই জমি সরকারের বে-দখলে থাকায় সরকার হারিয়েছে লাখ লাখ টাকার রাজস্ব। সরেজমিনে দেখা যায়, উপজেলার আমতলা বাজারের মেইন সড়কের পাশে বড় বড় মার্কেট দোকান ঘর নির্মাণ করা যা সম্পূর্ণ সরকারি জমির উপরে পাকা ছাদ বিশিষ্ট ভবন। যা সরকারি আইনের পরিপন্থী। ওই ভবনে অগ্রনী ব্যাংকের একটি শাখাও চলমান আছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন আগে প্রভাবশালী চক্রের কবলে সরকারি জমি দখল করে ওই মার্কেট ভবন নির্মাণ করে বহালতবিয়তে ব্যবসা বানিজ্য করে আসছে।  যা পরবর্তীতে একাধিক ব্যক্তির কাছে মাসিক চুক্তির মাধ্যমে ভাড়া অথবা নিজেরা ব্যবসা করছেন। এতে করে সরকার হারিয়েছেন লাখ লাখ টাকার রাজস্ব। ফলে বেআইনি ভাবে সরকারি ভূমিতে পাকা ছাদ বিশিষ্ট ভবন নির্মাণ করে ব্যবসা বানিজ্য চলমান রয়েছে। অন্যদিকে অসাধু ভূমিদস্যুদের বিরুদ্ধে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে দীর্ঘদিন কোন পদক্ষেপ না গ্রহন করায় জনমনে বিভিন্ন কৌতূহল -সমালোচনা চলমান রয়েছে। অনেকে বলেছেন, প্রসাশন থেকে অবৈধ দখলদারদের ক্ষমতা বেশি তা না হলে সরকারি জমি দখল করে বহালতবিয়তে বহুতল ভবন নির্মান করে লাখ লাখ টাকা লুটে নেয় কি ভাবে। সূত্রে আরো জানা গেছে ওই সব ভবনে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সকল ভবনে সরকারি ভূমি সাইনবোর্ড টানিয়ে দিয়ে আসলেও দীর্ঘদিন ওই ভূমি উদ্ধারসহ কার্য্যত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি শুধু সাইনবোর্ডে সীমাবদ্ধ রয়ে গেছে। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শামীম হোসাইন বলেন, আমি নতুন যোগদান করেছি বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ