শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকারি নির্দেশনা অমান্য করে চলছে স্কুল, তীব্র গড়মে ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীদের চলছে ক্লাস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

পাবনার চাটমোহর বিলচলন ইউনিয়নের দোলং উত্তরপাড়া মাতৃছায়া আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে চলছে ক্লাস। তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে বহাল তবিয়তে চলছে স্কুল।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সরজমিন দেখা যায়, উপজেলা সদরের মাতৃছায়া আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে ক্লাস চলছে বহাল তবিয়তে। শিক্ষার্থীরা ক্লাসে হাসফাস করছে গরমে। তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলে, গরমের মধ্যে ক্লাসে আমরা অস্থির হয়ে পড়ি, বিদ্যুৎ থাকছে না ঠিকমতো। গরমে ক্লাস করতে আমাদের অস্থির লাগছে।

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অবিভাবক জনান, দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এ কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রাখা ঠিক হয়নি। প্রচন্ড গরমে মেয়ে স্কুলে যেতে চায় না। জোর করে স্কুলে পাঠিয়েছি, না হলে তো মেয়ে অন্যদের তুলনায় পিছিয়ে যাবে। কিন্তু স্কুল ছুটির পর গরমের মধ্যে রাস্তা দিয়ে বাসায় এসে অস্থির হয়ে পড়ছে।

ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরেই পচন্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এর মধ্যে পাবনায় গত দুইদিন আগেই ৪২ ডিগ্রী তাপমাত্রা হয়েছে। রবিবার হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। প্রচন্ড গরমের কারণে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও ঝুকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও ক্লাস নেওয়া হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস। স্কুল ১১টায় যখন ছুটি হয় তখন প্রচন্ড রৌদ্র ও গরম থাকে। প্রচন্ড রৌদ্র ও গরমের মধ্যে হেঁটে বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে ছেলে মেয়েরা। ঝুকি নিয়েই প্রতিদিন স্কুলে যেতে বলা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অমান্য করে স্কুল খোলা রাখা বিষয়ে জানতে চাইলে মাতৃছায়া আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ হাসান আলী বলেন, আমরা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস চালু রেখেছি। ২৮ এপ্রিল থেকে আমাদের শিক্ষার্থীদের পরিক্ষা তাই স্কুল খোলা রেখেছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান বলেন, কোনোভাবেই সরকারি আদেশ অমান্য করার সুযোগ নেই। তারা কেন সরকারি আদেশ অমান্য করে স্কুল খোলা রেখেছে। অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।